Loading..

খবর-দার

৩১ অক্টোবর, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

জাটকা নিধনে নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে

আজ রবিবার মধ্যরাত থেকে আট মাস পর্যন্ত জাটকা ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা নিধনের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ সময় জেলেরা ৫.৬ সেন্টিমিটার কম ফাঁসের জাল ব্যবহার করলে জেল-জরিমানা করা হয়।

এদিকে অভ্যন্তরীণ নদনদীতে শুধু জাটকা নিধন নিষিদ্ধ হলেও পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটারের অভয়াশ্রমে আজ রবিবার মধ্যরাত থেকে আগামী ৩১ জানুয়ারি টানা তিন মাস ইলিশ নিধন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।