Loading..

নেতৃত্বের গল্প

২৯ নভেম্বর, ২০২১ ০৭:৫১ অপরাহ্ণ

সুকুমার রায়ের অবাক জলপান নাটক টির অংশবিশেষ অভিনয়।
img
Rashida Akter

প্রধান শিক্ষক

পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শ্রেণিকক্ষে পাঠদান করতে গিয়ে  অবাক জলপান নাটক টির কিছু অংশ শিক্ষার্থীদের দিয়ে অভিনয় করানোর কথা চিন্তা করি।  এই নাটকটর কিছু অংশ সুন্দরভাবে অভিনয় করানো গেলে শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করবে এবং জড়তা দূরীভূত হবে  হবে। পাশাপাশি শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধি পাবে। শ্রেণিকক্ষে প্রায় দুই দিন অনুশীলন  করাই  পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা ও পূজাকে দিয়ে।অবশেষে তারা সুন্দরভাবে অভিনয় করতে সক্ষম হয়।  ওদের অভিনয় দেখে অনেক শিক্ষার্থী   উদ্বুদ্ধ হয়ে অভিনয় করতে চায় এবং পাঠে মনোযোগী হয় । পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে আসতে শুরু করে শিক্ষার্থীরা।অনুপস্থিতির সংখ্যা কমে যায়। 

আরো দেখুন