Loading..

উদ্ভাবনের গল্প

০৩ ডিসেম্বর, ২০২১ ০৮:২৯ পূর্বাহ্ণ

মাত্র দুই ক্লিকে অটো মার্কশিট (সকল পরীক্ষার্থীর) তৈরি হবে এমএস ওয়ার্ডে

সম্মানীত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, আস্‌সালামু আলাইকুম/আদাব। 

হাইস্কুল, মাদ্রাসা, কলেজ, প্রাইমারী স্কুলসহ সকল স্তরের শিক্ষার্থীদের মার্কশিট বা প্রগ্রেসিভ রিপোর্ট আজ থেকে আমরা আর হাতে লিখবো না, আজ থেকে আমরা সবাই এম এস ওয়ার্ডে মাত্র দুই ক্লিকে সকল শিক্ষার্থীর পরীক্ষার অটো মার্কশিট তৈরি করবো। 

আজ আমি আপনাদের জন্য যে উদ্ভাবনী ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি তা হলো সকল শিক্ষার্থীর পরীক্ষার অটো মার্কশিট আপনারারা মাত্র দুই ক্লিকে এম এস ওয়ার্ডে তৈরি করতে পারবেন (আপনাদেরকে প্রেস থেকে টাকা দিয়ে মার্কশিট বা প্রগ্রেসিভ রিপোর্ট কিনে এনে কষ্ট করে হাতে মার্কশিট লিখতে হবে না, আপনারা অতি সহজে কম্পিটারে প্রিন্ট করে দিতে পারবেন)। আশা করি আপনারা আমার আজকের উদ্ভাবনী ভিডিও টিউটোরিয়ালটি দেখে তা আয়ত্ত করে বা শিখে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতা দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যাতে আমি আরো নতুন নতুন আইডিয়া দিয়ে সারা বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের শিক্ষায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার করার কাজে সংযুক্ত করতে পারি।  

সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, নিরাপদে থাকবেন। আমিন।

সালামান্তে, 

মোহাম্মদ সাহাব উদ্দিন

সিনিয়র শিক্ষক (আইসিটি), কামালপুর মোঃ হাশেম উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। 

মাস্টার ট্রেইনার (আইসিটি), ইউ আই টি আর সি ই, চাটখিল,

ICT4E Ambassador, Noakhali