“ফারুকী ভাই” -এর কথা ও সুরে: “তুলনা” (একটি না’তে রসূল বিষয়ক সংগীত)।
সংগীত:
“তুলনা!“
কথা ও সুর:
-ফারুকী ভাই
তুলনা!
হয়না তোমার প্রিয়/নাবী
কখনো হবেও না।।
সবার থেকে শ্রেষ্ঠ তুমি
আদর্শের নমুনা।
দিশেহরা এই মন
খোঁজে সারাক্ষণ।
তোমার রেখে যাওয়া,
সহীহ সুন্নাহ।।
তুমি সবার কাছে
আলোর দিশারী।।
শুয়ে আছো দূর মাদিনা। ঐ
নিজে না খেয়ে তুমি/প্রিয়
অপরের খাওয়াতে।
দু;খের খবর নিতে
মাদিনার পথে। ।।
তুমি মিশে আছো
অসহায়ের অন্তরে।।
হয়ে সুখের সান্থনা। ঐ
সমাপ্ত

মতামত দিন


মোঃ আরিফুল ইসলাম
আসসালামু আলাইকুম। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমার কনটেন্ট এ লাইক কমেন্ট ও রেটিং করার অনুরোধ করছি।
সাম্প্রতিক মন্তব্য