প্রকাশনা

“ফারুকী ভাই” -এর কথা ও সুরে: “তুলনা” (একটি না’তে রসূল বিষয়ক সংগীত)।

আব্দুর রহমান ফারুকী ০৫ ডিসেম্বর,২০২১ ১৫৮ বার দেখা হয়েছে লাইক কমেন্ট ৪.০০ রেটিং ( )

সংগীত:

তুলনা!

কথা সুর:

-ফারুকী ভাই 

                                                                        তুলনা!

হয়না তোমার প্রিয়/নাবী

কখনো হবেও না।।

সবার থেকে শ্রেষ্ঠ তুমি

আদর্শের নমুনা।

 

দিশেহরা এই মন

খোঁজে সারাক্ষণ

তোমার রেখে যাওয়া,

সহীহ সুন্নাহ।।

তুমি সবার কাছে

আলোর দিশারী।।

শুয়ে আছো দূর মাদিনা

 

নিজে না খেয়ে তুমি/প্রিয়

অপরের খাওয়াতে

দু;খের খবর নিতে

        মাদিনার পথে।   ।।
তুমি মিশে আছো

অসহায়ের অন্তরে।।

হয়ে সুখের সান্থনা

সমাপ্ত

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
Most Marju Ara Begum
১৯ ডিসেম্বর, ২০২১ ০৬:৫৯ অপরাহ্ণ

লাইক ও পূর্ণরেটিংসহ শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট, ব্লগ, চিত্র, ভিডিও কনটেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, খবরদার দেখে লাইক, রেটিং ও কমেন্ট করার অনুরোধ রইল।


মেফতাহুন নাহার
১১ ডিসেম্বর, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ

আন্তরিক শুভেচ্ছা রইল।


মোঃ আরিফুল ইসলাম
০৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার কন্টেন্ট দেখে লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার মতামত প্রদানের জন্য অনুরোধ রইলো।


মোঃ রওশন জামিল
০৬ ডিসেম্বর, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনা। শুভ কামনা রইলো।।