সহকারী শিক্ষক
০৬ ডিসেম্বর, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ
বিকেএসপিতে নারী ক্রিকেটারদের মেলা
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) যেন নারী ক্রিকেটারদের উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে। কয়েক দিন আগে নেপাল জাতীয় নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়ে সিরিজ খেলা হয়েছিল বিকেএসপিতে। কয়েক দিন না যেতেই আজ থেকে আবার পাঁচ দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু বিকেএসপি কাপ প্রমীলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
বিকেএসপির মেয়েরা তো আছেনই। সঙ্গে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ছাড়া খেলাঘর ক্রিকেট একাডেমি ও রূপালী ব্যাংক ক্রীড়া সংঘ খেলবে টুর্নামেন্টটিতে। আজ সকালেই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আবাহনীকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বিকেএসপি।