সহকারী শিক্ষক
০৬ ডিসেম্বর, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
দল লড়ছে ঢাকায়, সিলেটে খেপ খেলছেন ফুটবলার
দল লড়ছে ঢাকায় আর দলের খেলোয়াড় খেপ খেলায় ব্যস্ত সিলেটে! দেশের ফুটবল এমন ঘটনা দেখল আজ। স্বাধীনতা কাপে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল উত্তর বারিধারার। আজ জিততে পারলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকত তাদের। কিন্তু এমন ম্যাচেই নেই দলের সেরা খেলোয়াড় মিসরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ।
মোস্তফাবিহীন বারিধারা সাদামাটা এক দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা শহীদ কামাল স্টেডিয়ামে বিমানবাহিনীর বিপক্ষে ১–১ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বারিধারা।দল লড়ছে ঢাকায় আর দলের খেলোয়াড় খেপ খেলায় ব্যস্ত সিলেটে! দেশের ফুটবল এমন ঘটনা দেখল আজ। স্বাধীনতা কাপে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল উত্তর বারিধারার। আজ জিততে পারলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকত তাদের। কিন্তু এমন ম্যাচেই নেই দলের সেরা খেলোয়াড় মিসরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ।
মোস্তফাবিহীন বারিধারা সাদামাটা এক দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা শহীদ কামাল স্টেডিয়ামে বিমানবাহিনীর বিপক্ষে ১–১ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বারিধারা।