Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ ডিসেম্বর, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ

পলাশীর যুদ্ধ

১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা। ক্ষমতা গ্রহণের পর নানা কারণে নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ দেখা দেয়।
পলাশীর যুদ্ধের কারণ : সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র ছিলেন। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। তরুণ নবাবকে নানা ষড়যন্ত্র ও বিরোধী শক্তির মুখোমুখি হতে হয়। তার সামনে একদিকে ছিল ইংরেজদের ক্রমবর্ধমান শক্তি, অন্যদিকে বড় খালা ঘসেটি বেগম, সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। এর সঙ্গে যুক্ত হয়েছিল রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো প্রভাবশালী বণিকগোষ্ঠীর ষড়যন্ত্র। এ সময় বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। ইংরেজদের সঙ্গে নবাববিরোধী শক্তিগুলো একজোট হয়ে ষড়যন্ত্রে যোগ দেয়। তারা সবাই নবাবকে উৎখাতের চেষ্টা করতে থাকে। শেষাবধি ১৭৫৭ সালের ২৩ জুন ইংরেজ শক্তির সঙ্গে নবাবের সৈন্যদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়। এ যুদ্ধটি 'পলাশীর যুদ্ধ' নামে পরিচিত।

আরো দেখুন