Loading..

ভিডিও ক্লাস

১২ ডিসেম্বর, ২০২১ ০৭:২৬ অপরাহ্ণ

বর্ণ দিয়ে শব্দ তৈরি খেলা

” বর্ণ দিয়ে শব্দ তৈরি খেলা “

 ভূমিকা :

নিন্ম মাধ্যমিকের শিক্ষার্থীদের খেলায় খেলায় শব্দ চেনানো ছিলো 'বর্ণ দিয়ে শব্দ তৈরি খেলা' কার্যক্রমের উদ্দেশ্য। আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ে শেষ করে শিক্ষার্থীরা যখন নিন্ম মাধ্যমিকে ভর্তি হয় তখন তাদের ইংরেজি বা বাংলা শব্দ ভান্ডারকে আরো বাড়াতে হয়। তাদের গাইতে হবে, নাচতে হবে খেলতে হবে এবং খেলতে খেলতেই তাদের শেখাতে হবে। এই কার্যক্রমে আমি প্রথমে  বর্ণগুলোকে একটি বাক্সের ভিতর রেখে দেই। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বর্ণ বক্স থেকে তুলতে বলি এবং যে যেই বর্ণ তুলে তা দিয়ে ৫ টি শব্দ তৈরি করে নিয়ে আসতে বলি। তাদের শব্দ তৈরি শেষ হলে বোর্ডে বর্ণ ক্রম অনুসারে  শব্দগুলো লিখতে বলি । এরপর প্রত্যেককে কোন বর্ণ দিয়ে কোন শব্দ তৈরি করেছে তা বলতে  বলা হয়েছিলো, কার হাতে কি বর্ণ আছে এবং সমন্বিত ভাবে কি কি শব্দ তৈরি হল তা  আলাদা আলাদা করে  লিখতে  বলা হয়েছিলো।  শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এই কার্যক্রমে অংশ গ্রহণ করেছিলো এবং অত্যন্ত সহজভাবে নির্দিষ্ট বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে পেরেছিলো। শিক্ষার্থীকেন্দ্রিক এই কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।