Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ ডিসেম্বর, ২০২১ ০৮:১৪ পূর্বাহ্ণ

ডেটাবেজ এর ধারনা

ডাটাবেস সম্পর্কে জানতে গেলে আগে এটা জানা প্রয়োজন ডাটা কি ?

আমরা কম বেশি সবাই জানি ডাটা আসলে কি সহজে বলতে গেলে ডাটা বলতে কোনো কিছুর information কে বোঝায়

আপনার ক্ষেত্রে ডাটা কি হতে পারে ? আপনার নাম ,ইমেইল ,ঠিকানা ফোন নম্বর ইত্যাদি এক একটি ডাটা

আবার একটি স্কুলের ক্ষেত্রে তার স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশন এ এক প্রকার ডাটা

আবার একটি ব্যাঙ্ক এ কাস্টমারের ব্যাঙ্ক detailsই হলো ডাটা অর্থাৎ দেখা যাচ্ছে সব ক্ষেত্রে ডাটা রয়েছে সুতরাং একটি স্কুলের যেমন ডাটা রাখার প্রয়োজন রয়েছে তেমনি একটি ব্যাংকেরও ডাটা কোথাও জমা রাখার প্রয়োজন রয়েছেএই সমস্যাটি সমাধান করে ডাটাবেস

ডাটাবেজ হলো একটি তথ্য সংরক্ষণের ব্যবস্থা, যেখানে related information প্রথমে সংগ্রহ করা হয়, সেগুলিকে জমা রাখা হয়, এবং প্রয়োজন বিশেষে সেখান থেকে access করা যায়

আগেকার দিনে অফিস স্কুল কলেজে গিয়ে আপনি দেখে থাকবেন সেখানে data জমা করার জন্য অনেক ফাইল এর ব্যবহার হতো, এমন কি অনেক পুরনো সিনেমায় থানায় পুরনো ফাইল বের করার দৃশ্য দেখা যায়

কিন্তু আজকালকার দিনে ফাইলে জমা করার ব্যাপার পুরোপুরি উঠে গেছে এর বদলে এসেছে  ডাটাবেজ , সেখানে আপনি যে কোন তথ্য জমা রাখতে পারবেন শুধু ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে এই পুরো ব্যাপারটাই হয় digital

আরো দেখুন