Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৭ ডিসেম্বর, ২০২১ ০২:০৩ অপরাহ্ণ

" টাকা : যা কিছু জানার আছে "

কোর্সের বিবরণ

নিজের টাকায় স্বপ্ন পূরণের ইচ্ছা সকলেরই থাকে। আর এই ইচ্ছা পূরণ সম্ভব করতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা এবং টাকার সঠিক ব্যবহার। জীবনের নানা চাহিদা থাকাই স্বাভাবিক। তবে এগুলোর মধ্যে থেকে অতি প্রয়োজনীয় চাহিদাগুলো চিহ্নিত করা এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য করতে পারলে সঞ্চিত অর্থের বিনিময়ে অনেক দুর্লভ বস্তু অর্জন করা সম্ভব হতে পারে। 

ছাত্র জীবন যেকোনো বিষয় রপ্ত করার উপযুক্ত সময়। তাই এই সময়ে আর্থিক সাক্ষরতা অর্জন ভবিষ্যত জীবনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পনেরটি অধিবেশনের মাধ্যমে টাকা, আয়, ব্যয়, সঞ্চয়, লক্ষ্য এবং পরিকল্পনাসহ আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি অধিবেশনে ভিডিও এবং লিখিত পাঠ সংযুক্ত আছে। প্রতিটি অধিবেশন শেষে অর্জিত ধারণা যাচাইয়ের জন্য রয়েছে মূল্যায়ন কুইজ।

সফলভাবে কোর্স সম্পন্নকারীর জন্য রয়েছে সনদপত্র। তবে এজন্য অংশগ্রহণকারীকে প্রতিটি অধিবেশনের মূল্যায়ন কুইজে অংশ নিতে হবে এবং ৬০% নম্বর পেতে হবে।   

কোর্সটিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে ভবিষ্যত স্বপ্নপূরণের পথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন সহজতর হবে।

কোর্সের উদ্দেশ্য

 "টাকা: যা কিছু জানার আছে" অনলাইন কোর্সে আপনাকে স্বাগত। স্কুলের শিক্ষার্থীদের জন্যই মূলত কোর্সটি তৈরি করা হয়েছে।

আরো দেখুন