Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১১ জানুয়ারি, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ

আমাদের জীবনে তথ্য

আমদের জীবনে তথ্য

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আজ তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ের ‘আমাদের জীবনে তথ্য’ বিষয়ে ‘প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও’ -যোগ্যতাভিত্তিকসহ) আলোচনা করা হলো।  

প্রশ্ন : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ।

উত্তর : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্র হলো— পেনড্রাইভ, ডিভিডি ও মেমরিকার্ড।

প্রশ্ন : কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়?

উত্তর : কম্পিউটার, ইন্টারনেট,

ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।

প্রশ্ন : তথ্য কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর : তথ্য আমাদের জ্ঞানভাণ্ডারকে আরও বৃদ্ধি করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : ইন্টারনেট কী ?

উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটার গুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। যার মাধ্যমে মূহূর্তেই সকল স্থানের খবরাখবর জানা যায়।

প্রশ্ন : বাংলাদেশের ব্যবহূত তিনটি search engine  এর নাম লেখ।

উত্তর : বাংলাদেশের ব্যবহূত তিনটি search হলো— গুগল (goole), ইয়াহু (yahoo) ও পিপীলিকা(pipilika)।

প্রশ্ন : ইন্টারনেট কী কী কাজে লাগে দুইটি বাক্যে লেখ।

উত্তর : ইন্টারনেট কাজে লাগে —

ক. তথ্য সংরক্ষণ করতে

খ. তথ্য আদান-প্রদান করতে।

প্রশ্ন : তথ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ।

উত্তর : তথ্য সংরক্ষণের তিনটি উপায় হচ্ছে—

ক. খাতায় লিখে সংরক্ষণ করা যায়।

খ. ছবি তুলে বা ভিডিও করে তথ্য সংরক্ষণ করা যায় ।

গ. তথ্য সংরক্ষণ প্রযুক্তি , যেমন — পেনড্রাইভ, সিডি, ডিভিডি, মেমরিকার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায়।

প্রশ্ন : শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির দুটি ব্যবহার লেখ।

উত্তর : শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির দুটি ব্যবহার হচ্ছে—

ক. শিক্ষাবিষয়ক যেকোনো তথ্য কোনো সংগ্রহে ইন্টারনেট ব্যবহূত হয়।

খ. শ্রেনিকক্ষে পাঠদানকে সহজ ও আকর্ষনীয় করতে বর্তমানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহূত হচ্ছে।

প্রশ্ন : তথ্য বিনিময় কী ?

উত্তর : তথ্য বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান-প্রদান করা যায়।

আরো দেখুন