Loading..

প্রেজেন্টেশন

১৬ জানুয়ারি, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

সুভা (নবম-দশম শ্রেণি)

"মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে ; তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব । স্বার্থের দিক এবং পরমার্থের দিক , বন্ধনের দিক এবং মুক্তির দিক , সীমার দিক এবং অনন্তের দিক– এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে ।                             (রবীন্দ্রনাথ ঠাকুর)


রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বিশেষ একটি নাম। বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তাঁর বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বহু বাঙালির রক্তস্রোতে আজও মিশে আছেন।

তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সম্বন্বয় ঘটেছিল তাঁর বর্ণময় দীর্ঘ কর্মজীবনে।

আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর রবীন্দ্রনাথ ঠাকুর  রচিত "সুভা" কবিতাটি।

প্রত্যাশা করা যাচ্ছে যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা -- 

 

১ . লেখক পরিচিতি বলতে পারবে

২ . কঠিন শব্দের অর্থ বলতে পারবে

৩ . বিশেষ চাহিদা সম্পন্নন্যাকে  নিয়ে পিতা-মাতার দুর্ভাবনার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে  

৪ . বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতি সমাজের অবহেলার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে


নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য : পদ্যাংশের লিংক সমূহ -


১। বঙ্গবাণী   

২। কপোতাক্ষ নদ  

৩। জীবন সঙ্গীত   

৪। জুতা-আবিস্কার

৫। ঝর্ণার গান

। মানুষ

৭।সেই দিন এই মাঠ

৮। পল্লিজননী

৯। আশা

১০। আমি কোনো আগন্তুক নই

১১। রানার

১২। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

১৩। আমার পরিচয়

১৪। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো


নিবেদক,

আব্দুল্লাহ আত তারিক

*** জেলা অ্যাম্বেসেডর , মাগুরা সদর,  মাগুরা ***

*** "সেরা কনটেন্ট নির্মাতা" ১৮ মার্চ - ২০২১ ***

*** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক  বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***