Loading..

প্রেজেন্টেশন

২৭ জানুয়ারি, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

৫ম শ্রেণির বন্ধনীর ব্যবহার

গাণিতিক বাক্য গঠন করতে যে গাণিতিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বন্ধনী বলে। বন্ধনী মোট তিনটি : যেমন : ১) প্রথম বন্ধনী—(), ২) দ্বিতীয় বন্ধনী—{}, ৩) তৃতীয় বন্ধনী—[ ]। টীকা : প্রথমে প্রথম বন্ধনী (), তারপর দ্বিতীয় বন্ধনী {} ও তৃতীয় বন্ধনীর [] কাজ পর্যায়ক্রমে করতে হয়।