Loading..

প্রকাশনা

২৮ জানুয়ারি, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ণ

মা

মা 

উম্মে শারমিন 

মা আমার দেখতে কালো, 

মনটা তাহার বেজায় ভালো। 

সাজলে দেখায় রাজরানী- 

না সাজলে সে গৃহিণী। 

অনেক সময় মাতা আমার হয়ে যায় বে-সামালিনী। 

নাকটা তাহার তীরের মতো- 

দেখতে লাগে ভালো, 

গা গতরে ছিমছাম- 

উঁচু-লম্বা-কালো। 

মা টা আমার আসলেই ভালো, 

দেখতে যদি চাও-

চরলক্ষ্মীপুর খান বাড়ি সবাই চলে যাও। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি