Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জানুয়ারি, ২০২২ ০৪:৩৯ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২ সালের জুনের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সদস্যদেশগুলোকে উদ্যোগ নিতে বলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২ সালের জুনের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সদস্যদেশগুলোকে উদ্যোগ নিতে বলেছে। এর জন্য টিকাপ্রাপ্তি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি সংগৃহীত টিকা পরিকল্পিতভাবে প্রয়োগও করতে হবে।

টিকার আলোচনায় পাঁচ বছর বয়সীদের টিকাদানের বিষয়টি এসেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ নিবন্ধন ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং যুক্তরাজ্য ইতিমধ্যে পাঁচ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। এর অর্থ দেশ দুটির পাঁচ বছরের বেশি বয়সী সব মানুষ করোনার টিকার আওতায় আসবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে বাংলাদেশও করোনার টিকা দেওয়ার বয়সসীমা পাঁচ বছরে নামাবে। সেই প্রস্তুতিও তাঁরা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা প্রয়োগবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু করি। তারা ফাইজারের টিকার সুপারিশ করেছিল। আমরাও সেই টিকা দিচ্ছি। ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলে আমরা তা বাস্তবায়ন করব।’

তবে জনস্বাস্থ্যবিদদের একটি অংশ মনে করে, স্বাস্থ্য বিভাগ কী উদ্দেশ্যে টিকা দিচ্ছে, তা এখনো পরিষ্কার না। টিকাদানের মূল উদ্দেশ্য থাকে রোগ প্রতিরোধ করা। করোনার টিকা কতটা রোগ প্রতিরোধ করতে পারছে, তা এখনো পরিষ্কার না। করোনার

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি