Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ ফেব্রুয়ারি , ২০২২ ০৪:২৮ অপরাহ্ণ

Class-7 ,Sub: ICT

লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্ট বা দলিল তৈরি করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং বলে। আর যা দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসর হল শব্দ প্রক্রিয়াকরণের মাধ্যম বা উপকরণ। সুতরাং বলা যায়, যে যন্ত্র বা উপকরণ এর সাহায্যে কোন লেখাকে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিশেষ আঙ্গিকে তৈরি করে মুদ্রন উপযোগী করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে।

আরও বিস্তারিত বলতে গেলে ওয়ার্ড প্রসেসিং হলো কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা, এর ফরম্যাটিং করা, প্রয়োজনে এডিট বা পরিবর্তন করা ও একে সেইভ করে রাখার প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। যেমন, আমাদের কাছে সবচেয়ে পরিচিত ওয়ার্ড প্রসেসর হলো মাইক্রোসফট ওয়ার্ড। অন্যদিকে অনলাইনে রয়েছে গুগল ডক্সের (Google Docs) মতো প্রসেসর।

  • সাধারণত কম্পিউটারে যে ওয়ার্ড প্রসেসরগুলি বেশি ব্যবহৃত হয় তাদের মধ্যে কয়েকটি হচ্ছে।
    ১. মাইক্রোসফট ওয়ার্ড
    ২. ওয়ার্ড পারফেক্ট
    ৩. ল্যাটেক্স
    ৪. নোট প্যাড
    ৫. ওয়ার্ড প্যাড


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি