সিনিয়র শিক্ষক
১২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ
সমুদ্র তলদেশের ভূমিরূপ
টাইপঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ ভূগোল
অধ্যায়ঃ ষষ্ঠ অধ্যায়
গভীর সমুদ্রের সমভূমি
মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এর গড় গভীরতা ৫,০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতিপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির উপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, আগ্নেয়গিরি, থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভষ্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে।