Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

রিসেট

১২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ

সমুদ্র তলদেশের ভূমিরূপ

গভীর সমুদ্রের সমভূমি 


মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এর গড় গভীরতা ৫,০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতিপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির উপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, আগ্নেয়গিরি,  থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভষ্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। 

মন্তব্য করুন

সম্পর্কিত পোস্ট