Loading..

প্রকাশনা

১৭ ফেব্রুয়ারি , ২০২২ ০৬:৩৪ অপরাহ্ণ

কবিতাঃ মা

কবিতার শিরোনামঃ  মা

মা ডাকা যত সহজ

মা হওয়া ততো নয়,

মা ডাক শুনবে বলে

মৃত্যুকে করে জয়।

কোলের শিশু কোলে নিয়ে

দিবারাত্রী করে পার,

খেয়াল থাকে না নিজের প্রতি

ভোলে স্নান আহার।

গৃহকাজে দিন চরে যায়

তবু নাই ক্লান্তি,

সন্তানের মুখের হাসি দেখেই

খুঁজে পায় শান্তি।

মনটা বড় অস্থির হয়

সন্তান অসুস্থ হলে,

কিছুই ভাল লাগে না 

সে যে ব্যথা পেলে।

মায়ের মত এ জগতে

নেই তো আপনজন,

স্ণেহ,আশীষ,ভালবাসায়

ভরিয়ে দেয় মন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি