Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২১ ফেব্রুয়ারি , ২০২২ ০৬:৫৬ অপরাহ্ণ

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভাষা আন্দোলন :

সাধারণ জ্ঞান : কুইজ -১

১) কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল ? 

ক) দ্বি- জাতি তত্ত্ব   খ) সামাজিক চেতনা   গ) অসাম্প্রদায়িকতা  ঘ) বাঙ্গালি জাতীয়তাবাদ 

২) তমদ্দুন মজলিশ ছিল একটি - 

ক) সাংস্কৃতিক প্রতিষ্ঠান   খ) সামাজিক প্রতিষ্ঠান   গ) রাজনৈতিক প্রতিষ্ঠান   ঘ) দাতব্য প্রতিষ্ঠান 

৩) ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত -

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্   খ) জিতেন ঘোষ   গ) মুহম্মদ আবদুল হাই  ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত

৪) ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত ? 

ক) কবি  খ) স্বাধীনতা সংগ্রামী  গ) বিশিষ্ট লেখক   ঘ) বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ

৫) ভাষা আন্দোলনের সূত্রপাত হয় -

ক) ১৯৪৮ সালে  খ) ১৯৫০ সালে   গ) ১৯৫১ সালে   ঘ) ১৯৫২ সালে

৬) 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম ' পরিষদ গঠিত হয় ? 

ক) ৩১ জানুয়ারি, ১৯৫২  খ) ২ ফেব্রুয়ারি, ১৯৫২  গ) ১৮ ফেব্রুয়ারি, ১৯৫২    ঘ) ২০ জানুয়ারি, ১৯৫২

৭) ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল ? 

ক) খোকা  খ) আবাই   গ) আবু  ঘ) আবুল 

৮) ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল ? 

ক) একটা রাজনৈতিক মতবাদের  খ) এক সাংস্কৃতিক আন্দোলনের  গ) এক নতুন জাতীয় চেতনার   ঘ) এক নতুন সমাজ ব্যবস্থার

৯) কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ? 

ক) ১৯৫২  খ) ১৯৫৪   গ) ১৯৫৬   ঘ) ১৯৬২

১০) বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় -

ক) ১৯৫২ সালে  খ) ২০০২ সালে   গ) ১৯৮৭ সালে   ঘ) ১৯৯১ সালে

আরো দেখুন