Loading..

ভিডিও ক্লাস

২৫ ফেব্রুয়ারি , ২০২২ ১১:২১ অপরাহ্ণ

সংবিধান বলতে কি বুঝ?

সংবিধান বলতে কি বুঝ?

সংবিধান রাষ্ট্র পরিচালনার বিধি-বিধান সংবলিত পবিএ দলিল। একটি রাষ্ট্রের গঠন কাঠামো কি রকম হবে,কোন ধরনের সরকার পদ্ধতি চালু থাকবে,সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে কিভাবে ক্ষমতা বন্টন হবে,সরকার ও জনগনের মধ্যে সর্ম্পক কিরুপ হবে ইত্যাদি বিধি-বিধান থাকবে। সব ধরনের সরকারের ভিত্তি হলো সংবিধান। এ সংবিধান লিখিত ও অলিখিত হতে পারে। নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা সংবিধানের কাজ।