Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ ফেব্রুয়ারি , ২০২২ ১২:৪১ অপরাহ্ণ

বাংলাদেশের অপরুপ সৌন্দর্য

প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। বর্তমানে ১০ হাজার ২৬ জন বসতির ৪২০০ ভোটার। এই দীপের নাম সেন্ট মার্টিন। সেখানে সারি সারি নারিকেল গাছ, ঝাউ বন, কেয়া বনে ঘেরা দ্বীপের সবটুকুতে। ভ্রমণ পিয়াসুদের জন্য খুব চমৎকার একটি জায়গা। আল্লাহ তায়ালার অপরুপ নিদর্শনে মন মাতনো থাকে প্রতিটি মূহুর্ত। "নায়েম" এর ৩১ জন প্রশিক্ষণার্থী সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে ভেনে চড়ে বসলাম। গ্রামের মেটো পথের মত বালির রাস্ত দিয়ে দোলতে দোলতে চলে গেলাম ছেড়া দ্বীপে। এ কি! এ যেন প্রকৃতি কন্যা। কখনো কখনো নিঃস্বার্থ ভাবে আঁচল খানি পেতে দেয় পর্যটকদের মনে প্রশান্তি দেওয়ার জন্য। আবার এত অভিমান করে আঁচল খানি ঘুটিয়ে নিয়ে চুপ চাপ একা একা বসে থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি