Loading..

প্রেজেন্টেশন

০৩ মার্চ, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ

সংবিধান ( CONSTITUTION )

সংবিধান কি ?

উত্তরঃ- রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন রয়েছেসংবিধান হলো রাষ্ট্র পরিচালনার কতকগুলো  সেই মৌলিক নিয়মাবলির দলিলযে সব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। এ জন্য সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পনসরকার কিভাবে নির্বাচিত হবে,আইন,শাসনবিচার বিভাগ কিভাবে গঠিত হবে,এদের ক্ষমতা কি হবে,জনগনসরকারের সম্পর্ক কেমন হবে-এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকেতাই সংবিধানকে রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয়

রাষ্ট্রবিজ্ঞানের জনক এ্যারিস্টটলের মতে,সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী