
সহকারী শিক্ষক

১৪ মার্চ, ২০২২ ০৩:৩৩ অপরাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
অধ্যায়ঃ নবম অধ্যায়
শ্রেণিঃ পঞ্চম, বিষয়ঃ বাংলা
অধ্যায়ঃ ০৯, কবিতাঃ শব্দদূষণ
পাঠ-১, পাঠ সংশ্লিষ্ট ছবিঃ গাছে ডাকে শত পাখি
শিখনফলঃ
বলাঃ
২.২.২ কবিতার মূলভাব বলতে পারবে
২.৩.২ কবিতার মূলভাব লিখতে পারবে।
২.৭.১ বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সম্পর্কে বলতে পারবে।
২.৭.২ বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বলতে পারবে।
লেখাঃ
২.৫.১ বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বিষয়ের বর্ণনা লিখতে পারবে।
২.৫.২ বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্নোত্তর লিখতে পারবে।
৩.১.১ ছবি দেখে উক্ত বিষয়ে রচনা লিখতে পারবে।
৩.৩.১ সহজ ভাষায় রচনা লিখতে পারবে।
ছবির গুরুত্বঃ
যখন কথা বলে তখন অনেক কঠিন বিষয়ের বিষয়বস্ত সহজেই পাঠকের কাছে বোধগম্য হয়ে ওঠে। ছবির মাধ্যমে কঠিন বিষয়কে সহজ করে তুলা হয়। বিশেষ করে শ্রেণি পাঠদাব কার্যক্রমকে ফলপ্রসূ করে তুলার জন্য এবং শিখন শেখানো কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য উপকরণ প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর উপকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি মাধ্যম হলো, পাঠ সংশ্লিষ্ট ছবি। পাঠ সংশ্লিষ্ট ছবি প্রদর্শন করে শিক্ষার্থীদের কাছে আগত পাঠকে সহজ করে তুলা হয়। অত্যন্ত আনন্দের সাথে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে। যার ফলে পাঠের শিখন শেখানো কার্যক্রম, শিখনফল অর্জন করানো যায় খুব সহজে।
আজকের ছবি সম্পর্কিত বর্ণনাঃ
* এই ছবির মাধ্যমে শিক্ষার্থীরা বলতে ও বুঝতে পারবে কোন কোন প্রাণী কিভাবে ডাকে।
* মুরগ, হাস, কবুতর কিভাবে ডাকে তা বলতে পারবে।
* শব্দদূষণ এর বিভিন্ন কারণ জানতে পারবে।
* কোন কোন মাধ্যমে শব্দ দূষণ হতে পারে তা বলতে পারবে।
* বিভিন্ন পশুপাখির ডাক এবং পশু পাখির নাম বলতে পারবে।
* প্রাকৃতিকভাবে সৃষ্ট শব্দদূষণ সম্পর্কে বলতে পারবে।
* শব্দদূষণ সম্পর্কে সহজ ভাষায় রচনা লিখতে পারবে।
* শব্দদূষণ এর কারণ লিখতে পারবে।
* কবিতার মূলভাব লিখতে পারবে।
সম্পাদনায়ঃ
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
সহকারী শিক্ষক
মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়
বালাগঞ্জ, সিলেট।