
সহকারী শিক্ষক

১৪ মার্চ, ২০২২ ০৪:১২ অপরাহ্ণ
সহকারী শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
অধ্যায়ঃ দ্বাদশ অধ্যায়
শ্রেণিঃ পঞ্চম, বিষয়ঃ বাংলা
অধ্যায়-১২, কাঞ্চনমালা আর কাঁকনমালা
পাঠ--২,পাঠ সংশ্লিষ্ট ছবি
শিখনফলঃ
২.৪.৩. রূপকথার মূল বিষয় বুঝতে পারবে।
২.৪.৪. রূপকথার মূলভাব বলতে পারবে।
২.৩.৪ রূপকথার মূলভাব লিখতে পারবে।
ছবির গুরুত্ব ছবির গুরুত্বপূর্ব দিকঃ
যখন কথা বলে তখন অনেক কঠিন বিষয়ের বিষয়বস্ত সহজেই পাঠকের কাছে বোধগম্য হয়ে ওঠে। ছবির মাধ্যমে কঠিন বিষয়কে সহজ করে তুলা হয়। বিশেষ করে শ্রেণি পাঠদাব কার্যক্রমকে ফলপ্রসূ করে তুলার জন্য এবং শিখন শেখানো কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য উপকরণ প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর উপকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি মাধ্যম হলো, পাঠ সংশ্লিষ্ট ছবি। পাঠ সংশ্লিষ্ট ছবি প্রদর্শন করে শিক্ষার্থীদের কাছে আগত পাঠকে সহজ করে তুলা হয়। অত্যন্ত আনন্দের সাথে শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে। যার ফলে পাঠের শিখন শেখানো কার্যক্রম, শিখনফল অর্জন করানো যায় খুব সহজে।
এই ছবির মাধ্যমে যা শিখতে পারবেঃ
* ছবি দেখে কাঞ্চমালা আর কাঁকনমালা গল্প সম্পর্কে বুঝতে পারবে।
* কাঞ্চন্মালা গল্পের মূল রানীর কী কী গুন ছিল তা বুঝতে পারবে।
* মূল কাঞ্চন মালা কে ছিল? রাজা তা বুঝতে বুঝতে ও বলতে পারবে।
* মূল কাঞ্চনমালার কী কী কাজ করতো তার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
* রূপকথা গল্প সম্পর্কে বুঝতে পারবে।
সম্পাদনায়ঃ
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
সহকারী শিক্ষক
মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়
বালাগঞ্জ, সিলেট।