Loading..

প্রকাশনা

১৯ মার্চ, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ

স্বরচিত কবিতাঃ ক্ষমা করো দয়াময়

স্বরচিত কবিতাঃ

ক্ষমা করো দয়াময়

--মোহাম্মদ আব্দুল ওয়াহিদ

 

ক্ষমা করো প্রভু ওগো দয়াময় তুমি

তুমি ছাড়া ত্রিভুবনে নিরুপায় আমি।

ভুলে থাকি সদা আমি করি না স্মরণ

ভুলে আছি আমাকে করতে হবে মরণ।

সদা আমি ডুবে থাকি দুনিয়ার লোভে

তবু তুমি দয়াতে মারো নাতো ক্ষোভে।

দয়া করো তুমি সদা ওহে দয়াময়

যাতনাতে তিলে তিলে করোনাতো ক্ষয়।

রহমান রহিম আল্লাহ তুমি এতো দয়াময়

বুঝিনা বুঝিনা আমি নিজের করি ক্ষয়।

পেছন থেকে শয়তানে দিতে আছে তাড়া

পাপে পাপে ডুবে থাকি ভালো কাজ ছাড়া।

দয়ার সাগর আল্লাহ তুমি রিযিক দাও তবু

আলো বাতাস পানি দিতে দাওনি বাদ কভু।

অসীম দয়ার সাগর আল্লাহ হয় না তুমার তুল

পাপি আমি, ক্ষমা করো আছে যতো ভুল।

 

কলমেঃ

মোহাম্মদ আব্দুল ওয়াহিদ

সহকারী শিক্ষক

মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়

বালাগঞ্জ, সিলেট।

রচনাকালঃ ১৮/০৩/২০২২

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি