Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ মার্চ, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে ICT4E আ্যাম্বাসেডরদের সংবর্ধনা আয়জনে জেলা প্রশাসন হবিগঞ্জ।

মুজিব শতবর্ষ উপলক্ষে ICT4E আ্যাম্বাসেডরদের সংবর্ধনা আয়জনে জেলা প্রশাসন হবিগঞ্জ।

আলহামদুলিল্লাহ, 

মুজিব শতবর্ষ উপলক্ষে ICT4E আ্যাম্বাসেডরদের সংবর্ধনা আয়জনে জেলা প্রশাসন হবিগঞ্জ।

-----------------------------------------------------------------------------------

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলার ১০১জন ICT4E জেলা আ্যাম্বাসেডদের সংবর্ধনা দিলো হবিগঞ্জ জেলা প্রশাসন।হবিগঞ্জ জেলায় ১০১জনের টিম তন্মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগে ২১জন এম্বাসেডর।

২২-০৩-২০২২খ্রি. জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন নিমতলাস্থ মেলা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম,  সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দীন, শিক্ষক ওয়াকিল আহমেদ, সংবর্ধিত শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ ফেরদৌস ওয়াহিদ ও মোঃ মেরাজুল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া। সভা শেষে ১০১জন আ্যাম্বাসেডরদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

(সংগৃহীত)

আরো দেখুন