Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ মার্চ, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথবাহিনীর অভিযান

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নেয় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এ সময় স্বাধীন রাষ্ট্রের জন্য বাঙালির আকাঙ্ক্ষা বাস্তবে রূপদানের দিকে আরও অনেকখানি এগিয়ে যায়। ঢাকার ১৫ মাইলের মধ্যে মিত্রবাহিনী চলে আসে। এদিকে ২৪ ঘণ্টা থেমে থাকার পর বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর। আর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব তৃতীয়বারের মতো সোভিয়েত ইউনিয়নের ভেটো দেয়ার ফলে বাতিল হয়ে যায়। পাকিস্তানের দোসর শান্তি কমিটি, ডা. মালিক মন্ত্রিসভা ও স্বাধীনতাবিরোধী দালালরা বেগতিক দেখে গা ঢাকা দেয়। কিন্তু এর মধ্যেও ঘাতক আলবদর চক্র বিশেষভাবে সক্রিয় ছিল। তার বহিঃপ্রকাশ ঘটে দেশের বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যাকাণ্ডে। এর ভয়ংকর রূপটি প্রকাশ পায় ১৪ ডিসেম্বর।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি