Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ মার্চ, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ

গভর্নর হাউসে বিমান হামলা

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা স্বাধীন বাংলাদেশের মুক্ত রাজধানী হিসাবে আত্মপ্রকাশ করলেও রেকর্ড থেকে প্রতীয়মান হয় আনুষ্ঠানিক ভাবে শত্রুপক্ষের আত্মসমর্পণের দু’দিন আগে তৎকালীন গভর্নর হাউসে বিমান হামলা নাটকীয় ভাবে পাকিস্তানি প্রশাসনের পতন নিশ্চিত করেছিল।একাত্তরের ১৪ ডিসেম্বর ঢাকা থেকে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, ‘পুরো সকাল জুড়ে গভর্নর ড. মালেক এবং তার আঞ্চলিক মন্ত্রিসভা পদত্যাগ করা বা না-করা নিয়ে মনস্থির করতে পারেনি। ভারতীয় বিমান হামলা অবশেষে বিষয়টির সুরাহা করে দেয়।’ যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল নিউজ এজেন্সিটি সেদিন তৎকালীন সিভিল প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রের এ চিত্র আঁকে যখন ভারতীয় বিমান হামলা কথিত পূর্ব পাকিস্তানের শেষ গভর্নরকে তড়িঘরি করে নিজ পদত্যাপত্র স্বাক্ষরে প্ররোচিত করে। প্রতিবেদনটিতে বলা হয়, ‘ভারতীয় মিগ-২১ বিমান যখন গভর্নরের বাসভবন গভর্নর হাউস ধ্বংস করে তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এম এ মালেক তার অফিসের এক টুকরো কাগজে ‘কাঁপা হাতে’ বলপয়েন্ট কলম দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে তার মন্ত্রিসভার পদত্যাগপত্রের খসড়া লিখেন।’আত্মসমর্পণের দু’দিন আগে তৎকালীন গভর্নর হাউসে বিমান হামলা নাটকীয় ভাবে পাকিস্তানি প্রশাসনের পতন নিশ্চিত করেছিল।একাত্তরের ১৪ ডিসেম্বর ঢাকা থেকে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, ‘পুরো সকাল জুড়ে গভর্নর ড. মালেক এবং তার আঞ্চলিক মন্ত্রিসভা পদত্যাগ করা বা না-করা নিয়ে মনস্থির করতে পারেনি। ভারতীয় বিমান হামলা অবশেষে বিষয়টির সুরাহা করে দেয়।’ যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল নিউজ এজেন্সিটি সেদিন তৎকালীন সিভিল প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রের এ চিত্র আঁকে যখন ভারতীয় বিমান হামলা কথিত পূর্ব পাকিস্তানের শেষ গভর্নরকে তড়িঘরি করে নিজ পদত্যাপত্র স্বাক্ষরে প্ররোচিত করে। প্রতিবেদনটিতে বলা হয়, ‘ভারতীয় মিগ-২১ বিমান যখন গভর্নরের বাসভবন গভর্নর হাউস ধ্বংস করে তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এম এ মালেক তার অফিসের এক টুকরো কাগজে ‘কাঁপা হাতে’ বলপয়েন্ট কলম দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে তার মন্ত্রিসভার পদত্যাগপত্রের খসড়া লিখেন।’

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি