Loading..

প্রকাশনা

২৫ মার্চ, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ

"স্বাধীনতা তুমি কে আমার"

স্বাধীনতা তুমি কে আমার!
মোঃ মানিক মিয়া

স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার প্রাণের স্পন্দনের বীণ
স্বাধীনতা তুমি যে আমার ভাইয়ের রাঙ্গানো রক্ত লাল।
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার বাবার শেষ নি:শ্বাস।
স্বাধীনতা তুমি যে আমার মায়ের সম্ভ্রম বিসর্জন।
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার সকাল বেলার সূর্যকিরণ
স্বাধীনতা তুমি যে আমার দুই নয়নের অশ্রুজল। 
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার ভোরের শিশির বিন্দু
স্বাধীনতা তুমি যে আমার সবুজের মাঝে একটি লালবৃত্ত।
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার লক্ষ কুটি মানুষের দাবিদার
স্বাধীনতা তুমি যে আমার অর্থনৈতিক মুক্তির অংশীদার।
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার লাখ শহীদের রক্তমাখা ইতিহাসের গল্প
স্বাধীনতা তুমি যে আমার অনেক কষ্টে পাওয়া একটি লাল গোলাপ।
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার সাগর তীরের ঢেউ
স্বাধীনতা তুমি যে আমার কাব্যলেখার কেউ।
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার মুক্তচিন্তার প্লাটফরম
স্বাধীনতা তুমি যে আমার বিজয় সূচনার হাতছানী 
স্বাধীনতা তুমি কে!
স্বাধীনতা তুমি যে আমার ভালবাসার আল-দ্বীন
স্বাধীনতা তুমি যে আমার সেই স্বরণীয় দিন।

২৬ শে মার্চে হাসি মাখা দলবদ্ব জাতীয় সংগীতের গানে

উড়ন্ত পতাকা।

সম্পাদানায়ঃ মোঃমানিক মিয়া,সহকারি শিক্ষক(গণিত),কচুরগুল উচ্চ বিদ্যালয়

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি