Loading..

প্রেজেন্টেশন

২৭ মার্চ, ২০২২ ০৫:৩০ অপরাহ্ণ

Past Perfect Tense
Past Perfect Tense:

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।

Structure:

1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.

Example:

  • আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
  • আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
  • ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
  • ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
  • ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
  • বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.