
প্রভাষক
২৯ মার্চ, ২০২২ ০৪:৩১ অপরাহ্ণ
প্রভাষক
ধরনঃ মাদ্রাসা শিক্ষা
শ্রেণিঃ দশম
বিষয়ঃ ইসলামের ইতিহাস
অধ্যায়ঃ তৃতীয় অধ্যায়
বদর যুদ্ধের কারণ
বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ৬২৪ খ্রিস্টাব্দে ।বদরের যুদ্ধ পৌওলিক কুরাইশদের বিরুদ্ধে সংঘটিত হয়ে ছিল যা ইতিহাসে 'বদরের যুদ্ধ' নামে পরিচিত । বদরের যুদ্ধের কারণ:- ১) মক্কার কুরাইশের ঈর্ষা করতো ২) আবদুল্লাহ-ইবনে উবাইর ষড়য্ন্ত ৩) মদিনায় ইহুদিদের বিশ্বাসঘাতকতা ৪) বাণিজ্যপথ রুদ্ধ হওয়ার আশংকা ৫) কুরাইদের দস্যুবূত্তি ও লুটতরাজ ৬) নাখলার খন্ডযুদ্ধ ৭) আবু সুফিয়ানের অপপ্রচার ৮) মহানবীর (স.) ঐশীবাণী লাভ এসব গুলোই ছিল বদর যুদ্ধের কারণ ।