Loading..

প্রকাশনা

৩০ মার্চ, ২০২২ ০৩:০০ পূর্বাহ্ণ

আমার স্বরচিত কবিতা( চাওয়া পাওয়ার হিসেব)

চাওয়া পাওয়ার হিসেব

নাছিমা আক্তার পপি

 

কি-ই-বা বল চাই, আর কি-ই-বা বল পাই।

যাহা মোরা চাই,তাহা মোদের নাই।

যে যাই বল চাই,কে-ই-বা দেবে তাই।

আছে যার সাধ্যেই, না যদি দেয় সেই।

পাই বা না পাই, তবুও যে মোরা চাই।

যদিও কিছু পাই, তাতেও খুশি নাই।

চাই আরো চাই, সবই যেনো পাই।

এই ভুবনে ভাই, চাওয়ার যে শেষ নাই।

কেনো এমন চাই, যা দেবেনা মোর সাঁই।

ভালো তবে তাহাই, না চাইতেই যাহা পাই।

যাহা কিছু চাই, তাহার সবটা যদি পাই।

মোরা ভুলে যাই, দাতা জনের নামটাই।

মানুষ ধর্ম এটাই, পাওয়ার পর সবটাই।

নিজের সর্ব যোগ্যতাই, এতে কারো দয়া নাই।

ভুড়ি ভুড়ি যখন চাই, কিঞ্চিত তার না পাই।

বিধির বিধান নাই, পোড়া মোর কপালটাই।

না বলো এমনটাই, খুশি থাকো অল্পটাই।

পাবে হয়তো সবটাই,হাশরে খুশির সদাই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি