Loading..

প্রেজেন্টেশন

৩১ মার্চ, ২০২২ ০২:১২ অপরাহ্ণ

সঞ্চয়
আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হয়, তাকে সঞ্চয় বলে। অর্থাৎ মোট আয় থেকে ভোগের জন্য ব্যয় করে যা অবশিষ্ট থাকে, তা-ই সঞ্চয়। যেমন ধরা যাক, কোনো ব্যক্তির মাসিক আয় ৫০০০ টাকা। তিনি তা থেকে ৩০০০ টাকা বর্তমান ভোগের কাজে ব্যয় করে এবং ২০০০ টাকা ভবিষ্যতের জন্য রেখে দেয়। এই ২০০০ টাকাই হলো সঞ্চয়।
সুতরাং, আয় থেকে বর্তমান ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকে সঞ্চয় বলে। সঞ্চয়ের গাণিতিক সূত্র হলো S = Y - C। যেখানে Y = আয় এবং C = ভোগ।