Loading..

খবর-দার

০৮ এপ্রিল, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ

গ্যাসে ভরা নতুন গ্রহের জন্ম হচ্ছে সৌরজগতে

 গ্যাসে ভরা নতুন গ্রহের জন্ম হচ্ছে সৌরজগতেসূর্যের চারপাশে পৃথিবীসহ আটটি গ্রহ ঘুরছে৷ বিজ্ঞানীরা এবি অরাইজি নামে একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে এমন একটি গ্রহের জন্ম হচ্ছে বলে প্রমাণ পেয়েছেন৷ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে ভরা এই গ্রহটির নাম এবি অরাইজি বি৷ যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির কাছে স্থাপিত সুবারু টেলিস্কোপ ও অর্বিট করতে থাকা হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


বিজ্ঞানীরা বলছেন, এবি অরাইজি নক্ষত্রের চেয়ে এবি অরাইজি বি গ্রহের অবস্থান অনেক দূরে৷ সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন সূর্যের চেয়ে যত দূরে অবস্থিত, এবি অরাইজি বি গ্রহ এবি অরাইজি নক্ষত্র থেকে তার চেয়ে প্রায় তিনগুণ বেশি দূরে অবস্থিততবে এই গ্রহ এখনও জন্মের একেবারে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ‘গর্ভে' আছে বলে রয়টার্সকে জানিয়েছেন সুবারু টেলিস্কোপের অ্যাস্ট্রোফিজিসিস্ট থেইন কুরি৷ তিনি নাসার এইমস রিসার্চ সেন্টারেও কাজ করেন৷ নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে নতুন গ্রহের সন্ধান নিয়ে প্রকাশিত প্রবন্ধের প্রধান লেখক হচ্ছেন থেইন কুরি৷


সৌরজগতে গ্যাসে ভরা দুটি গ্রহ রয়েছে বৃহস্পতি ও শনি৷ আর পৃথিবী ও মঙ্গলগ্রহ পাথুরে গ্রহ হিসেবে পরিচিত৷ সৌরজগতের বাইরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে৷এর মধ্যে এবি অরাইজি বি সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি৷ এখনই এই গ্রহের ভর বৃহস্পতির চেয়ে ৯ গুন বেশি বলে মহাকাশবিদরা জানাচ্ছেন৷ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটার ভর পৃথিবীর চেয়ে প্রায় ৩২০ গুন বেএবি অরাইজি নক্ষত্র সূর্যের চেয়ে প্রায় ২.৪ গুণ বেশি ভারি৷ এবং ৬০ গুণ বেশি উজ্জ্বল৷ তবে এবি অরাইজির বয়স মাত্র ২০ লাখ বছর৷ আর সূর্যের জন্ম সাড়ে ৪০০ কোটি বছর আগে৷