Loading..

উদ্ভাবনের গল্প

১০ এপ্রিল, ২০২২ ০৮:৪৭ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প - মূল্যবোধ বৃক্ষ

উদ্ভাবনী গল্প - মূল্যবোধ বৃক্ষ আমার বিদ্যালয়ের নাম ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সমাজের নৈতিকতা অবক্ষয় যখন চরম পর্যায়ে, তখন আমার উদ্ভাবনী গল্প-মূল্যবোধ বৃক্ষ আমি আমার বিদ্যালয়ের দেয়ালে অংকন করলাম।তাতে বিভিন্ন রংয়ের পোস্টার কেটে বৃক্ষের পাতা বানিয়ে, প্রতিটি পাতায় একটি করে মূল্যবোধ শব্দ লিখলাম।তারপর সেই রঙিন পাতা গুলোকে গাম দিয়ে বৃক্ষের প্রতিটি ডালে সেঁটে দিলাম।প্রত্যেকদিন এসেম্বলি শেষে বাচ্চারা এসে দেখে শপথ পাঠ করার পর একটি নৈতিকতা শব্দ শেখে ও নিজেদের আচরণিক পরিবর্তন ,আত্মসম্মান ও মূল্যবোধ বৃদ্ধি পায়।তারা এখন কেউ কাউকে গালি দেয় না,অন্যের বই ফেলে দেয় না,অন্যজনের খাবার লুকিয়ে খায় না।আমি দেখি শিক্ষার্থীদের চলাফেরা,শ্রদ্ধাবোধ,কর্তব্যবোধ, সহযোগিতামূলক,দানশীলতার অনেক পরিবর্তন হয়েছে।তারা তাদের অভিভাবক ও সহপাঠী এবং প্রতিবেশীদের সাথে ভাল ব্যবহার করছে।অভিভাবকরা ও আমাকে এই কার্যক্রম নেওয়ায় ধন্যবাদ জানালেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ধীরে ধীরে শিক্ষার্থীদের এই আচরণিক পরিবর্তন আনয়নে আমার উদ্ভাবনী আইডিয়া -মূল্যবোধ বৃক্ষ এর প্রচেষ্টার জন্য আমাকে সাধুবাদ জানালো।আসলে প্রকৃতপক্ষে একটি শিক্ষার্থী ও যদি এখান থেকে নিজের নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করে, সুনাগরিক ও ভাল মানুষ হয় তাতেই আমার এই প্রচেষ্টা সফল ও স্বার্থক হবে। রিবন রানী দাশ সহকারি শিক্ষক ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় লাখাই, হবিগঞ্জ