Loading..

উদ্ভাবনের গল্প

১৫ এপ্রিল, ২০২২ ০৯:৩৬ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প - ভার্চুয়াল বন্ধু

ভার্চুয়াল বন্ধু

আমার বিদ্যালয়ের নাম ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার অন্তর্গত (প্রাক প্রাথমিক-অষ্টম) শ্রেণি পর্যন্ত। করোনার ক্রান্তিকাল গত ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে। তখন আমি ছাত্র ছাত্রীদের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়ি। আমি তখন নিজেও অনলাইন ক্লাস নিচ্ছি। কিন্তু কিছু শিক্ষার্থীদের সাথে কোনো কিছুতেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। তখন হঠাৎ আমার মাথায় আসে ভার্চুয়াল বন্ধু। ইনোভেশন ভার্চুয়াল বন্ধু, সেই মোতাবেক যাদের এন্ড্রয়েড মোবাইল আছে তাদের মধ্যে ক্যাচমেন্ট এলাকার পাড়া ভিত্তিক ১০ জন যারা লেখাপড়া করে না অথচ এন্ড্রয়েড মোবাইল আছে তাদেরকে নিয়ে আমি টিম নির্বাচন করি। এই ১০ জন আবার প্রতি টিমের ১ জনের সাথে ৫ম/৪র্থ/৩য় শ্রেনির ৬ জন শিক্ষার্থী করে টিম বানিয়ে দেই। এর পর তাদের মোবাইলে প্রতিনিয়ত এমবি ডাটা দিয়ে অন্যদের অনলাইন ক্লাস দেখানোর ব্যবস্থা করি। এই ভার্চুয়াল বন্ধু ১০ জনের মধ্যে ২ জন আবার অষ্টম শ্রেনির শিক্ষার্থী বন্ধু প্রতি পাড়ায় একজন করে টিমের প্রধান ক্লাস দেখিয়ে দেয় এবং এর নিজেদের অনলাইন ক্লাস ও অন্যান্য শিক্ষকদের অনলাইন ক্লাস দেখে প্রতিদিন আমার ম্যাসেঞ্জার ও হোয়াটস আ্যাপ গ্রুপে বাড়ির কাজ পাঠায়। আমি আবার প্রতিদিন রাতে তাদের ভার্চুয়াল টিমের মাধ্যমে লেখাপড়ার খোজ নেই ও রেজিষ্টার সংরক্ষণ করি। এই ইনোভেশন করতে গিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। কিন্তু আমি থেমে থাকিনি। এতে করে আমার বিদ্যালয়ে করোনা কালীন সময়ে লেখাপড়ার শিখন ঘাটতিতে কোন সমস্যা হয় নাই । আমি আমার ভার্চুয়াল বন্ধুদের স্বাগত জানাই । বর্তমানে গুগোল মিট ক্লাসে ও ভার্চুয়াল বন্ধুরা অগ্রণী ভূমিকা পালন করছে। রিবন রানী দাশ সহকারি শিক্ষক ভরপুর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় 

লাখাই, হবিগঞ্জs://youtu.be/-FvMczO7lDg