Loading..

প্রেজেন্টেশন

১৮ এপ্রিল, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ণ

কলা গাছের সার প্রয়োগ পদ্ধতি

কলা গাছের সার প্রয়োগ পদ্ধতি

জমি তৈরির জন্য অর্ধেক গোবর সার জমি তৈরির সময় দিতে হবে আর বাকি অর্ধেক দিতে হবে গর্তে। একইভবে টিএসপি সার ও অর্ধেক গর্তে দিতে হবে। চারা রোপন করার দেড় থেকে দুই মাস পর চার ভাগের এক ভাগ ইউরিয়া, অর্ধেক এমওপি সার ও অর্ধেক টিএসপি সার জমিতে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে।


তারপর মাটি কুপিয়ে মাটির সাথে সার মিশিয়ে দিতে হবে। এরপর দুই থেকে আড়াই মাস পর প্রতি গাছ অনুযায়ী বাকি সার প্রয়োগ করতে হবে। কলার মোচা বের হবারা সময় বাকি সার জমিতে ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে মিশিয়ে দিতে হবে।