Loading..

প্রেজেন্টেশন

১৮ এপ্রিল, ২০২২ ০৮:৪০ পূর্বাহ্ণ

কলা গাছের রোগ দমন ব্যবস্থাপনা

কলা গাছের রোগ দমন ব্যবস্থাপনা

 

কলা গাছের অন্যতম রোগের মধ্যে হচ্ছে পানামা রোগ, বানচিটপ ভাইরাস রোগ, সিগাটোকা রোগ ও কলার দাগ রোগ। পানামা রোগ প্রতিকারের জন্য আক্রান্ত চারা গাছকে গোড়া সহ তুলে পুড়িয়ে ফেলতে হবে। সিগাটোকা রোগে আক্রান্ত গাছের পাতা তুলে পুড়িয়ে ফেলতে হবে।


এছাড়া ও পরিমিত পরিমানে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে রোগ ও পোকা মাকড় দমন করার জন্য। রোগ আক্রান্ত জমিতে বার বার কলা চাষ করা উচিত নয়।