Loading..

প্রেজেন্টেশন

১৮ এপ্রিল, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ণ

আনারসের জাত পরিচিতি

আনারসের জাত পরিচিতি


হানিকুইন: হানিকুইন সবচেয়ে মিষ্টি আনারস। পাকা আনারসের শাঁস হলুদ রঙের। চোখ সুঁচালু ও উন্নত। গড় ওজন ১ কেজি।

জায়েন্টকিউ: গাছের পাতা সবুজ প্রায় কাটা বিহীন। পাকা আনারস সবুজাভ ও শাাঁস হালকা হলুদ। গড় ওজন ২ কেজি। চোখ প্রশস্তও চেপ্টা।

ঘোড়াশাল: পাকা আনারস লালচে এবং ঘিয়ে সাদা হয়। চোখ প্রশস্ত। গড় ওজন ১.২৫ কেজি। পাতা কাটা বিশিষ্ট, চওড়া ও ঢেউ খেলানো।

জলঢুপি: পাকা আনারস লালচে ও ঘিয়ে সাদা রঙের হয়ে থাকে। চোখ প্রশস্ত। গড় ওজন ১-১.৫ কেজি। পাতা কাটা বিশিষ্ট, চওড়া ও ঢেউ খেলানো।