Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ এপ্রিল, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ

৫ম শ্রেণির গণিত

শিরোনাম : ক্যালকুলেটর 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১) ক্যালকুলেটর : ক্যালকুলেটর ইংরেজি শব্দ Calculator - অর্থ গণনাকারী। এটি একটি গণনাকারী যন্ত্র। 

২) গঠন,আকার ও প্রয়োজনে ক্যালকুলেটর বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনো কোনো ক্যালকুলেটর ২৬টি বোতাম, কোনোটিতে ৪২টি বোতাম বা কোনোটিতে ৪৭টি বোতাম থাকে, ইত্যাদি। 

৩) প্রথম ক্যালকুলেটর চালু করতে অন /এসি (ON/AC) বন্ধ করতে অফ (OFF), দ্বিতীয় ক্যালকুলেটরের ক্ষেত্রে অন/সি(ON/C) ও অফ (OFF) এবং তৃতীয়টি কেবল অন (ON) বোতাম ব্যবহারেই চালু ও বন্ধ করা যায় ; তবে শিফট হয়ে এসি (AC) এর সাহায্যে তাৎক্ষণিকভাবেও বন্ধ করা যায়। 

আরো দেখুন