Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ এপ্রিল, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

৫ম শ্রেণির গণিত (জ্যামিতি)

? শ্রেণি: ৫ম ? বিষয়: গণিত 

? টপিক: জ্যামিতি 

      সংক্ষিপ্ত প্রশ্ন :

১) চতুর্ভুজ : ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 

২) আয়ত: যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। 

৩) বর্গ: যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। 

৪) অঙ্কন কর :

i) আয়ত : ভূমি ৫ সে.মি., উচ্চতা ৩ সে.মি.

ii) বর্গ : প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.

৪) ট্রাপিজিয়াম : যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। 

৫) সামান্তরিক : যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। 

৬) সামান্তরিকের -

i) বিপরীত বাহুগুলো পরস্পর সমান 

ii) বিপরীত কোণগুলো পরস্পর সমান 

৭) রম্বস : যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। 

৮) বর্গ এক ধরনের রম্বস। 

৯) রম্বসের -

i) বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল 

ii) বিপরীত কোণগুলো পরস্পর সমান

১০) কর্ণ : বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে বলে কর্ণ। 

১১) একটি চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই।

১২) সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের মধ্য বিন্দুতে মিলিত হয়। 

১৩) রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্য বিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। 

১৪) বৃত্ত : বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। 

১৫) i) ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। 

ii) বৃত্তচাপ পরিধির একটি অংশ। 

ii) জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। 

iii) ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা।

আরো দেখুন