Loading..

ভিডিও ক্লাস

২৫ এপ্রিল, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ণ

আর্থিং

বিদ্যুৎ থেকে অতিরিক্ত সুরক্ষার জন্য আর্থিং কি এবং ব্যবহারবিধি জানতে হয়। আমাদের বিভিন্ন স্থাপনায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেমন হাই ভোল্টেজ বা আর্থ লিকেজের মত সমস্যা দেখা দিতে পারে। এগুলো হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, লাইনট ইত্যাদি নষ্ট হয়ে যেতে পারে।

মূলত এ ধরনের পরিস্থীতিতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এর ব্যবহারকারীকে সুরক্ষা দিতে বৈদ্যুতিক যন্ত্রপাতির মেটাল বা বহিরাবরণ থেকে কারেন্টকে কোন পরিবাহী দ্বারা মাটিতে প্রেরণ করা হয়। বিদ্যুৎকে মাটিতে প্রেরণের এ প্রক্রিয়াকেই আর্থিং বলে।

ইলেকট্রিক ইঞ্জিনিয়ারগণ আর্থিংকে অনেক সময় গ্রাউন্ডিং বলে থাকেন। কারণ আর্থিংয়ের মাধ্যমে বিদ্যুৎ মাটিতে পাঠানো সম্ভব হয়। কোন কারণে বৈদ্যুতিক সংযোগে লিকেজ কারেন্ট হলে আর্থিং সেই লিকেজ কারেন্টকে কোন প্রকার বিপদ না ঘটিয়ে তারের মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে সাহায্য করে।