Loading..

ভিডিও ক্লাস

০৪ মে, ২০২২ ০৭:১৬ অপরাহ্ণ

শিল্প (পাট ও চিনি)
শিল্প কি? / শিল্প কাকে বলে?
যে কর্মপ্রচেষ্টার মাধ্যমে মানুষ প্রকৃতি হতে প্রাপ্ত বিভিন্ন পণ্যদ্রব্যের পরিবর্তন ঘটিয়ে ব্যবহার উপযোগী করে, তাকে শিল্প বলে। যেমন- বস্ত্র শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প অন্যতম।

প্রস্তুতকারী শিল্প কাকে বলে?
কৃষি, খনিজ, মৎস্য, পশু, বন প্রভৃতি থেকে প্রাপ্ত পণ্যদ্রব্যের পরিবর্তনকারী শিল্পকে প্রস্তুতকারী শিল্প বলে ।

প্রধান প্রধান শিল্প কারখানা
পাট শিল্প
চিনি শিল্প
লৌহ ও ইস্পাত শিল্প
কাগজ শিল্প

শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহঃ

ক) প্রাকৃতিক নিয়ামকঃ
জলবায়ুঃ
কাঁচামালঃ
শক্তি সম্পদঃ
পানি সম্পদঃ
উপকূল রেখাঃ

খ) আর্থসামাজিক ও সাংস্কৃতিক নিয়ামকঃ
মূলধনঃ
শ্রমিকঃ
বাঁজারঃ
পরিবহনঃ
জমির মূল্যঃ

গ) রাজনৈতিক নিয়ামকঃ
সরকার নীতিঃ
রাজনৈতিক অবস্থাঃ
ব্যবসায়িক সুনামঃ