Loading..

ভিডিও ক্লাস

১২ মে, ২০২২ ০৩:১৩ অপরাহ্ণ

গম (Wheat)

শিখনফলঃ গম (Wheat) - ভূগোল ২য় পত্র - ৪র্থ অধ্যায় গম উৎপাদনের নিয়ামকসমূহঃ ক) প্রাকৃতিক নিয়ামক: খ) আর্থ-সামাজিক নিয়ামকঃ ক) প্রাকৃতিক নিয়ামক: ১. জলবায়ুঃ ২. মৃত্তিকাঃ ৩. ভূ-প্রকৃতিঃ খ) আর্থ-সামাজিক নিয়ামকঃ ১. খাদ্যাভ্যাসঃ ২. জনবসতিঃ ৩. কৃষি উপকরণঃ ৪. নগদ অর্থঃ ৫. সংরক্ষণ সুবিধাঃ ৬. রপ্তানির সুযোগঃ ৭. সরকারি পৃষ্ঠপোষকতাঃ বিশ্বব্যাপি গম এর উৎপাদন, বণ্টন এবং অর্থনৈতিক গুরুত্বঃ সারণিঃ পৃথিবীর গম উৎপাদনকারী দেশ (লক্ষ মেট্রিক টন, ২০১৮) ক্রমিক নং দেশ উৎপাদন (মিলিয়ন মে.ট.) ১. চীন ১৩১৪ ২. ভারত ৯৯৭ ৩. রাশিয়া ৭২১ ৪. যুক্তরাষ্ট্র ৫১৩ ৫. কানাডা ৩১৮ ৬. পাকিস্তান ২৫৯ ৭. ইউক্রেন ২৪৭ ৮. তুরস্ক ২০০ ৯. অস্ট্রেলিয়া ২০৯ ১০. ইরান ১৪৫ উৎসঃ FAOSTAT. February, 2020 গমের অর্থনৈতিক গুরুত্ব ও বিশ্ববানিজ্যঃ রপ্তানিকারক দেশগুলোঃ ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মায়ানমার প্রভৃতি রাষ্ট্র। আমদানিকারক দেশগুলোঃ চীন, নাইজেরিয়া, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, ইরাক, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন ইত্যাদি। ধন্যবাদ