Loading..

উদ্ভাবনের গল্প

১৫ মে, ২০২২ ০৭:৫৬ অপরাহ্ণ

MS Excel টিউটোরিয়াল তৃতীয়পর্ব ইন্টারফেস পরিচিতি

এম এস এক্সেল হচ্ছে যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি এবং বাজারজাত করা একটি বহুল প্রচলিত স্প্রেডশীট এ্যানালাইসিস প্যাকেজ এপ্লিকেশন। স্প্রেডশিট সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এক্সেল, বহুল ব্যবহৃতও। শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট কাজ থেকে শুরু করে কর্মক্ষেত্রে নানাভাবে মাইক্রোসফট এক্সেলের ব্যবহার আমরা দেখি। ছাত্রজীবনে অবশ্যই মাইক্রোসফট এক্সেলের সাধারণ ও কার্যকর ব্যবহার সম্পর্কে শেখা খুব জরুরি। তরুণ পেশাজীবীদের ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল জানাকে কারিগরি দক্ষতা হিসেবে ভাবা হয়। মানবসম্পদ বিভাগ কিংবা বিপণন বা বিক্রয়, যেখানেই কাজ করুন না কেন, মাইক্রোসফট এক্সেলে কাজের প্রয়োজন হবেই। এ ছাড়া স্নাতকপরবর্তী পড়াশোনা বা গবেষণায় মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে তথ্য উপস্থাপনা, প্রদর্শন কিংবা বিশ্লেষণ করতে হয়, তাই এ সফটওয়্যারের নানামুখী ব্যবহার শেখা ও জানা প্রয়োজন। মাইক্রোসফট এক্সেলের মতো গুগল স্প্রেডশিটও অনলাইনে বেশ জনপ্রিয়।