Loading..

উদ্ভাবনের গল্প

১৮ মে, ২০২২ ০৯:৩৫ পূর্বাহ্ণ

ইনন্টারনেট এর ইতিহাস

ইনন্টারনেট কি

পরস্পরের সাথে সংযুক্ত অনেক গুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা সাধারণ মানুষের জন্য উন্মক্ত ড্যাটা আদান প্রদান করা হয়। ১৯৬০ এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রির্সাস প্রজেক্ট স এজেন্সি পরিক্ষামূলক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্রথম দিকে ইনন্টারনেট শুধুমাত্র  computer experts, engineers, Scientists, এবং Librarians-রা ব্যবহার করতে পারত। 

প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্ক আারপানেট নামে পরিচিত ছিল। এতে প্রাথমিকভাবে যুক্ত ছিল

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যান্জেলেস

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট সান্তা বারবারা

ইউনিভার্সিটি অফ ইউটাহ

১৯৬০ প্রথম মানুষ কম্পিউটার দ্বারা তথ্য আদান প্রদানে এর প্ররোজনীয়তা উপলব্ধি করে বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষার জন্য। পরে জুন ১৯৭০ সালে MIT,Harvard,BBN এবং সান্তা মনিকায় অবস্থিত System Development Corp এর সাথে যুক্ত হয়।

এভাবে ক্রমান্বয়ে ইনন্টারনেট এর উন্নতি সাধন করা হয় এবং পৃথিবী ইনন্টারনেট এর সংস্পর্শে আসে।