Loading..

খবর-দার

২১ মে, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ইউনিক আইডির মেয়াদ বাড়লো

শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি ও ইউনিক আইডি (ইউআইডি) দেওয়ার জন্য ডাটা এন্ট্রির সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করা যাবে।

শুক্রবার (২০ মে) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’র (ব্যানবেইস) ‘এস্টাবলিশমেন্ট ইন্টিগ্রেটেড এডুকেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম’ (আইইআইএমএস) প্রকল্পের পরিচালক অধ্যাপক মো. শামছুল আলমের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ডাটা এন্ট্রির সময়সীমা ২০ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষা সংক্রান্ত তথ্য এক জায়গায় সংরক্ষণের জন্য চার বছর আগে শিক্ষার্থীদের ইউআইডি তৈরি উদ্যোগ নেয় সরকার। গত মার্চ মাসেই শিক্ষার্থীর এই আইডি কার্ড সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।