Loading..

উদ্ভাবনের গল্প

২৩ মে, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

এক জন শিক্ষকের উদ্ভাবনী গল্পঃ

# এক জন শিক্ষকের উদ্ভাবনী গল্পঃ

   শিক্ষক হিসেবে ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপন নিশ্চিত কল্পে ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।আমিও আপ্রাণ চেষ্টা করি আমার শিক্ষার্থীদের শিখাতে যে-

  #পিতা- মাতার প্রতি শ্রদ্ধা ও যত্নবান হতে হবে।  

  পিতা-মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। 

# বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হবে। 

 # সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং দেশ ও দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করা।

# শিক্ষকগণের আদেশ -নিষেধ মেনে চলা।

# শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাঁদের খোজ খবর নেয়া।

# শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।

#সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।

#সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।

# নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা। 

# শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা। 

# নিজের শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা।

# শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে দাঁড়িয়ে সন্মান করা।

# অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া।

# বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা। 

# জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।

#শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।

# কোন ভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা।

#প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।

#পড়ার সময় বুঝে পড়ার চেষ্টা করা।

#শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।

# শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা।।