Loading..

ম্যাগাজিন

২৯ মে, ২০২২ ০৬:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED)

বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে।[১][২] দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০১৮ সালে প্লাস্টিক-দূষণ বন্ধের আহ্বানে 'বিট প্লাস্টিক পলিউশন' প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হবে।[৩] উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস
Ecologia.jpg
আনুষ্ঠানিক নামজাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস
অন্য নামইকো দিবস, পরিবেশ দিবস
পালনকারীবিশ্বব্যাপী
তাৎপর্যদিবসটি বিশ্বের বা একটি নির্দিষ্ট দেশের সম্মুখীন পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে পালন করা হয়।
শুরুজুন ৫, ১৯৭৪
তারিখজুন ৫
সংঘটনবার্ষিক
সম্পর্কিতপরিবেশদূষণ

এই দিবসটি ধরিত্রী দিবসের অনুগামী।

ইতিহাসসম্পাদনা

১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের  থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ এজুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা দেয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।[৩]

আয়োজক শহরসম্পাদনা

বিশ্ব পরিবেশ দিবস নিম্নলিখিত শহরগুলিতে উৎযাপন করা হয়েছে (এবং হবে):[৪]

বছরপ্রতিপাদ্য বিষয়আয়োজক শহর
১৯৭৪Only one Earth during Expo '৭৪স্পোকেন, মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৭৫Human Settlementsঢাকা, বাংলাদেশ
১৯৭৬Water: Vital Resource for Lifeঅন্টারিও, কানাডা
১৯৭৭Ozone Layer Environmental Concern; Lands Loss and Soil Degradationসিলেট, বাংলাদেশ
১৯৭৮Development Without Destructionসিলেট, বাংলাদেশ
১৯৭৯Only One Future for Our Children – Development Without Destructionসিলেট, বাংলাদেশ
১৯৮০A New Challenge for the New Decade: Development Without Destructionসিলেট, বাংলাদেশ
১৯৮১Ground Water; Toxic Chemicals in Human Food Chainsসিলেট, বাংলাদেশ
১৯৮২Ten Years After Stockholm (Renewal of Environmental Concerns)ঢাকা, বাংলাদেশ
১৯৮৩Managing and Disposing Hazardous Waste: Acid Rain and Energyসিলেট, বাংলাদেশ
১৯৮৪Desertificationরাজশাহী, বাংলাদেশ
১৯৮৫Youth: Population and the Environmentইসলামাবাদ, পাকিস্তান
১৯৮৬A Tree for Peaceঅন্টারিও, কানাডা
১৯৮৭Environment and Shelter: More Than A Roofনাইরোবি, কেনিয়া
১৯৮৮When People Put the Environment First, Development Will Lastব্যাংকক, থাইল্যান্ড
১৯৮৯Global Warming; Global Warningব্রাসেলস, বেলজিয়াম
১৯৯০Children and the Environmentমেক্সিকো সিটি, মেক্সিকো
১৯৯১Climate Change. Need for Global Partnershipস্টকহোম, সুইডেন
১৯৯২Only One Earth, Care and Shareরিউ দি জানেইরু, ব্রাজিল
১৯৯৩Poverty and the Environment – Breaking the Vicious Circleবেইজিং, গণপ্রজাতন্ত্রী চীন
১৯৯৪One Earth One Familyলন্ডন, যুক্তরাজ্য
১৯৯৫We the Peoples: United for the Global Environmentপ্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
১৯৯৬Our Earth, Our Habitat, Our Homeইস্তাম্বুল, তুরস্ক
১৯৯৭For Life on Earthসিউলদক্ষিণ কোরিয়া
১৯৯৮For Life on Earth – Save Our Seasমস্কোরুশ ফেডারেশন
১৯৯৯Our Earth – Our Future – Just Save It!টোকিও, জাপান
২০০০The Environment Millennium – Time to Actঅ্যাডিলেড, অস্ট্রেলিয়া
২০০১Connect with the World Wide Web of Lifeতুরিন, ইতালি এবং হাভানা, কিউবা
২০০২Give Earth a Chanceশেনচেন, গণপ্রজাতন্ত্রী চীন
২০০৩Water – Two Billion People are Dying for It!বৈরুত, লেবানন
২০০৪Wanted! Seas and Oceans – Dead or Alive?বার্সেলোনা, স্পেন
২০০৫Green Cities – Plan for the Planet!সান ফ্রান্সিস্কো, মার্কিন যুক্তরাষ্ট্র
২০০৬Deserts and Desertification – Don't Desert Drylands!আলজিয়ার্স, আলজেরিয়া
২০০৭Melting Ice – a Hot Topic?লন্ডন, যুক্তরাজ্য
২০০৮Kick The Habit – Towards A Low Carbon Economyওয়েলিংটন, নিউজিল্যান্ড
২০০৯Your Planet Needs You – Unite to Combat Climate Changeমেক্সিকো সিটি, মেক্সিকো
২০১০Many Species. One Planet. One Futureরংপুর, বাংলাদেশ
২০১১Forests: Nature at your Serviceদিল্লি, ভারত
২০১২Green Economy: Does it include you?ব্রাসিলিয়া, ব্রাজিল
২০১৩Think.Eat.Save. Reduce Your Foodprintউলান বাটর, মঙ্গোলিয়া
২০১৪Raise your voice, not the sea levelব্রিজটাউন, বার্বাডোস
২০১৫Seven Billion Dreams. One Planet. Consume with Care.রোম, ইতালি
২০১৬বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশলুয়ান্ডা, অ্যাঙ্গোলা
২০১৭Connecting People to Nature – in the city and on the land, from the poles to the equatorঅটোয়া, কানাডা
2018প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন[৫]নতুন দিল্লি, ভারত
2019Beat Air Pollution[৬]চীন
2020প্রকৃতির জন্য সময়[৭][৮]কলম্বিয়া
2021Ecosystem restoration[৯]পাকিস্তান

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি